সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, আওয়ামী লীগ ভদ্র লোকের দল না। আবদুল হামিদ খান ভাসানী সাহেব আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি শেখ মজিবুরের অত্যাচারে দল ভেঙ্গে দিয়ে অন্য দল গঠন করেন।
১৬ ফেব্রুয়ারি রোববার বিকেল ৫টায় ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল হিসেবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেটি শহীদ জিয়ার ১৯ দফার প্রতিফলন। নির্বাচনের মাধ্যমে বিএনপি নিজে ক্ষমতায় যেতে চায় না, সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চায়।
সদরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাদেক হোসেন মোল্যার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সম্পাদক খন্দকার মনিরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মুন্সি ইশারত, ছাত্রদল নেতা শাহরিয়া সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নীলয় চৌধুরী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available