বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে রুম্পা দাশ নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরুপা পাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার সাধুর দোকান ১নং ওয়ার্ডের সন্তোষ দাশের মেয়ে। তার স্বামী সৌরভ কুমার পুলিশের মেকানিক্যাল বিভাগের কনস্টেবল পদে চাকরি করতেন। সকালে স্ত্রী রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ জানালা দিয়ে দেখতে পান স্বামী সৌরভ কুমার। পাশেই ছিল তার দেড় বছরের শিশু অভয় কৃষ্ণ।
মারা যাওয়া কয়েক ঘণ্টা আগে রুম্পা দাশ তার ফেইসবুক পোস্টে লিখেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুক পৃথিবীর সব মানুষ’ অন্য আরেকটি পোস্টে লিখেন, ‘একদিন পৃথিবীর সব মায়া ত্যাগ করতে হবে।’
নিহতের স্বামী সৌরভ কুমার বলেন, গতকাল স্বাভাবিক ভাবেই রাতের খাবার খেয়ে এক রুমে দেড় বছরের শিশু অভয় কৃষ্ণকে নিয়ে রুম্পা ঘুমাতে যায়। অন্য রুমে আমি একাই শুয়েছিলাম। সকালে বেশ কয়েকবার ডাকাডাকির পরও রুমের দরজা বন্ধ পেলে, বাসার পেছনের জানলা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে সবার উপস্থিতিতে দরজা ভেঙে রুম্পা দাশের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, এখনো পর্যন্ত এটি স্বাভাবিক আত্মহত্যাই মনে হচ্ছে আমাদের কাছে। নিহত কনস্টেবল রুম্পা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য বাইরেও যাওয়ার কথা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতনদেরও জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available