মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে সৈয়দপুর পৌর এলাকার ১০নং ওয়ার্ডের কাজীপাড়া তুলা ফ্যাক্টরি সংলগ্ন মহির উদ্দিন সরকার পাড়ায়।
এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় স্বামীসহ চারজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- ইমরান (২৮), মো. রিফাত (২৯), মোছা. রুবি (৩০) ও মোছা. আনিতা।
এ বিষয়ে স্ত্রী মোছা. পপি থানায় দেয়া অভিযোগে বলেন, তার স্বামী ইমরান একজন থাই জুয়ায় আসক্ত। জুয়ায় হেরে গেলে আমাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বলেন। আমি যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে প্রায় সময়ই আমাকে মারপিট করে। শনিবার রাতেও সে আমাকে মারপিট করেছে। পরে আমার আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসি।
পপির অভিযোগ, তার স্বামীর এমন অপকর্মে সহযোগিতা করে মোছা. রুবি, মোছা. আনিতা ও মো. রিফাত। এজন্য তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available