মোজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় তন্নি বৈষ্ণব (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে সে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করে।
শুক্রবার ১২ এপ্রিল আনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী বয়রা গ্ৰামের রথীন্দ্র বৈষ্ণবের (৬৫)।
জানা যায়, তন্নি বৈষ্ণব (১৫) কয়েক দিন পূর্বে বাবার কাছে একটা স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য আবদার করে ছিলেন। বাবা বৈশাখ মাসের শেষে ধান বিক্রি করে ফোন কিনে দিবে বলে আশা দিয়ে ছিলেন। কিন্তু তন্নি বৈষ্ণব এতে রাজি না হয়ে অভিমান করে শুক্রবার সকলের অজান্তে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হলে দ্রুত ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তন্নি মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।
ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল ফোনের জন্য অভিমান করে এক কিশোরী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available