• ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ সকাল ১১:২৩:২৬ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ সকাল ১১:২৩:২৬ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৫:২৭

কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বর্তমানে সরকার ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের জন্য অধ্যাদেশ প্রস্তুত করা হচ্ছে।

প্রস্তাবিত নতুন নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হলেও, এখন পর্যন্ত এর অধ্যাদেশ জারি হয়নি। এর বিপরীতে ১৩ ফেব্রুয়ারি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নাম গেজেট আকারে প্রকাশ পায়, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি করেছে।

এসময় বক্তারা বলেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম দেশের নামে রাখা যুক্তিযুক্ত। ডিজিটাল প্রযুক্তি ও উন্নত শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করাই যথার্থ হবে।

শিক্ষার্থীরা দাবি করেন, বাংলাদেশ শব্দটি অন্তর্ভুক্ত থাকলে এটি জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইডিটি বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সোহেদুজ্জামান বসুনিয়া, তানজিম আলম তাসিন, ইমরাতুল ইসলাম জিহান, মো. মুহাইমিনুল ইসলাম নয়ন, আইওটি অ্যান্ড রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী তাসবির আহমেদসহ অন্যান্য শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এটি দেশের ৪১তম পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল বিশ্ববিদ্যালয়। চতুর্থ শিল্প বিপ্লব অতিক্রম করে পরবর্তী শিল্প বিপ্লবে এগিয়ে যেতে, দেশের একমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠা করার জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গাজীপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩
১৫ মার্চ ২০২৫ সকাল ১০:২০:৫৬


পুকুরে বিষ দিয়ে দুই লাখ টাকার মাছ নিধন
১৫ মার্চ ২০২৫ সকাল ০৯:৪২:৫৭