কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া বাসস্ট্যান্ডের পাশে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হয় এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতরা হলেন আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে আলী আকবর (১৪) ও ফেরদৌস আহমেদের ছেলে জুনায়েদ (১২)। তারা দু’জন অষ্টম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, উজান-ভাটি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আলী আকবর ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত জুনায়েদকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়, তবে পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতদের সহপাঠীরা প্রায় ২-৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দুই-তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ওসি তরিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বলেন, ‘আমরা উজান-ভাটি বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সন্ধ্যায় স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিহতদের পরিবারের পাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।’
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available