• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩১ রাত ০২:৪৭:৫৫ (21-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩১ রাত ০২:৪৭:৫৫ (21-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে দু’গ্রুপের উত্তেজনা

১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৩:২৪

বকশীগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে দু’গ্রুপের উত্তেজনা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল ও প্রতিহত করতে পাল্টাপাল্টি মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কায়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জ্বল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম শহীদুল্লাহ উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহ্বায়ক প্রিন্স, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান গামা, উপজেলা যুবদলের আহ্বায়ক বিকল্প সওদাগরসহ অনেকে।

বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আমরা কোনো প্রকার মারামারি হানাহানি করতে দিব না। কেউ যদি মারামারির সাথে লিপ্ত হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
২০ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৩:২০