• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩১ ভোর ০৪:৪৬:২৮ (21-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩১ ভোর ০৪:৪৬:২৮ (21-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিংগাইরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

১৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৪১:২৭

সিংগাইরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সদস্য ইকবাল হোসেন শামীম ও তার অনুসারীদের সঙ্গে সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মো. মাহাবুবুর রহমান মিঠু ও তার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

দেওয়ান মো. মাহাবুবুর রহমান মিঠুর দাবি, ইকবাল হোসেন শামীম একজন চিহ্নিত ভূমিদস্যু এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগে ছাত্রদলের রাজনীতিতে থাকলেও পরে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন অপরাধে জড়ান। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা তাকে অনুপ্রবেশকারী হিসেবে দেখে এবং অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়।

অন্যদিকে, ইকবাল হোসেন শামীম এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তার শতাধিক অনুসারীসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় মিঠুর অনুসারীরা অতর্কিত হামলা চালায়, এতে তার ৭-৮ জন অনুসারী আহত হন এবং তাদের ৬-৭টি হায়েস গাড়ি ভাঙচুর করা হয়। গুরুতর আহতদের মানিকগঞ্জ, সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিংগাইরের বলধারা ইউনিয়নের রফিকনগরে পাঁচ দিনব্যাপী একুশে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, আ.ফ.ম নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ.ত.ম জহির আলম খান লোদী, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মো. মাহাবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ।

অনুষ্ঠান শেষে আফরোজা খানম রিতা ভাষাশহীদ রফিকের বাড়িতে গেলে, সেখানেই ইকবাল হোসেন শামীম ও দেওয়ান মো. মাহাবুবুর রহমান মিঠুর অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, আওয়ামী লীগের কিছু দোসর অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে উপস্থিত ছিল। তাদের দেখে ছাত্র-জনতা উত্তেজিত হয়ে গেলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। তবে এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
২০ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৩:২০