• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:২১:৪৬ (21-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:২১:৪৬ (21-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি কে এই দীপু ভূঁইয়া?

১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৪:৩৮

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি কে এই দীপু ভূঁইয়া?

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের সদস্য ও গাউছিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ওরপে (দিপু ভূঁইয়া) হয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি।  তার  ওপরেই আস্থা রেখেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।

১৯ ফেব্রুয়ারি বুধবার চেম্বার অব কমার্সের নির্বাচনে দিপু ভূঁইয়াসহ ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর শিকদার।

নির্বাচিত হয়েই নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দিপু। এমনিতেই পরিচিত মুখ দিপু ভূঁইয়া। চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি হওয়ার পর আলোচনায় ওঠে কে এই দিপু ভূঁইয়া কি তার বংশ পরিচয়।
জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের সদস্য দিপু। তিন পুরুষ ধরে এই পরিবারটি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যবসায়ে সফলতা অর্জন করেছে। বর্তমানে দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেট পরিচালনা করছে দিপু ভূঁইয়ার পরিবার।

দিপু ভূঁইয়ার দাদা গোলবক্স ভূঁইয়া পাকিস্তানি আমল থেকেই দেশের অন্যতম শিল্পপতিদের একজন ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সফল বাঙালি ব্যবসায়ী। স্বাধীনতার পর দেশের অভ্যন্তরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ কর্মসূচি হাতে নেন তিনি।

দিপুর বাবা প্রয়াত মজিবুর রহমান ভূঁইয়া ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান। ব্যক্তি জীবনে তিনিও সফল শিল্পপতি ও উদ্যোক্তা হিসেবে সবার কাছে পরিচিত। তার নেতৃত্বে গাউছিয়া গ্রুপ দেশের ব্যাবসায়িক অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করে।

পিতার পর বর্তমানে গাউছিয়া কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করছেন দিপু ভূঁইয়া। দেশের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখে চলেছে। সামাজিক ও ধর্মীয় আয়োজনে পৃষ্ঠপোষকতায় দিপুর অবদান সবার মুখে মুখে। মূলত এ কারণেই দিপুর ওপরেই আস্থা রেখেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।

এদিকে চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েই দিপু ভূঁইয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। এখানে ব্যবসায়ীদের প্রতিকূলতা পোহাতে হয়। এখানে যানজট একটি বড় সমস্যা। এতগুলো গার্মেন্টস এখানে অথচ বায়াররা এসে এখানে থাকবে এমন একটা মানসম্পন্ন হোটেল নেই। এখানে উন্নত মানের স্কুলও নেই, মানসম্পন্ন হাসপাতাল নেই। আজ আমি এখানে আমার ১৯ জন ভাইকে পেয়েছি আমি। আমি চাই সকলকে নিয়ে একসাথে এ সমস্যাগুলো সমাধান করতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কাউনিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
২১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৫৮:৩৩