বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রসহ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন করেন আবু সাঈদ ও তার ছেলে মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে আবু সাঈদের ছেলে মিজানুর রহমান বলেন, ২০০২ সালে আমার বাবা পুরাতন গরুহাটিতে সোয়া ৫ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই আমার বাবা সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং দুটি দোকান গোডাউন হিসেবে ভাড়া প্রদান করেন। জমি ক্রয়ের দীর্ঘ ২৪ বছর পর আমাদের দোকান ঘর মেরামতের সময় স্থানীয় প্রেম কুমার, বিশাল ডোম, মোহন ডোম ও তাদের ওয়ারিশগণ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেন। এমন পরিস্থিতিতে জামালপুর আদালতে তাদের বিবাদী করে মামলা দায়ের করেন আমার বাবা।
তিনি আরও বলেন, আদালত আমাদের দখলীয় জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিবাদীদের না যেতে নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের নির্দেশে বকশীগঞ্জ থানা পুলিশ বিবাদীদের নোটিশ দিয়ে বিষয়টি অবগত করেন। বুধবার বেলা ১১টার দিকে আমার বাবা দোকান খুলতে গেলে প্রেম কুমার, তার ছেলে, ভাই সহ তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। তাদের হামলায় নারীসহ কয়েকজন আহত হয়। কিন্তু প্রকৃত এ ঘটনাকে ধামাচাপা দিতে সংখ্যালঘুদের উপর হামলার ট্যাগ দিয়ে অপপ্রচার করা হচ্ছে। আমরা কোনো সংখ্যালঘুদের উপর হামলা করিনি উল্টো তারাই আমার বাবা ও আমাদের উপর হামলা চালায়। তাই আমরা এই হামলা, ভাঙচুরের বিচার দাবি করছি এবং অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি।
অপরদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে একই দিন বিকেলে ডোম সম্প্রদায়ের পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাধন ডোম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available