• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:৪৫:২৫ (21-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:৪৫:২৫ (21-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে অসুস্থ নারী শ্রমিককে কাজ করানোর অভিযোগ, মৃত্যুতে সহকর্মীদের বিক্ষোভ

১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৩০:১৭

নারায়ণগঞ্জে অসুস্থ নারী শ্রমিককে কাজ করানোর অভিযোগ, মৃত্যুতে সহকর্মীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায়, অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মারা গেছেন এমন অভিযোগ তুলে শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকরা। এর ফলে অনন্ত অ্যাপারেলস নামের কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। নিহত শ্রমিকের নাম লিজা আক্তার (২৪)।

শ্রমিকরা জানান, মঙ্গলবার কারখানায় কাজ করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। অসুস্থ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দেয়নি। ফলে ওই শ্রমিক কাজ করতে থাকেন। একসময় তার অবস্থা খারাপ হলে রাত ৯টার পরে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সহকর্মীর মৃত্যুর সংবাদের ক্ষোভে বুধবার সকালে প্রায় ৪০০ শ্রমিক কাজ বন্ধ করে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। এই মৃত্যুর বিচার না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন।

তবে ঘটনা অস্বীকার করে অনন্ত অ্যাপারেলসের এডমিন ম্যানেজার নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি এটা পুরোপুরি মিথ্যা। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলেছি। তারা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছে। যাবতীয় খরচও আমরা দিয়েছে। এরপর আজ সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামেন শ্রমিকরা। ফলে আজকের জন্য আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছি।

এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক গণমাধ্যমকে জানান, গতকাল ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।

অসুস্থ হওয়া সত্ত্বেও মালিকপক্ষ ছুটি দিতে অসম্মতির অভিযোগ সম্পর্কে জানেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই অভিযোগ আন্দোলনরত শ্রমিকরা করেছেন। আমরা বিষয়টা খতিয়ে দেখবো। তদন্ত করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক সেলিম বাদশা বলেন, শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ