লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ব্যাপক সমালোচনার মুখে ছাত্রদলের কমিটি গঠনের পরদিন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩ জনকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল।
গত ১৯ ফেব্রুয়ারি বুধবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরমে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করার কারণে জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের অনুমোদনক্রমে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাকিল হোসেন ও সহ-সভাপতি জাহিদ আলী এবং গোপালপুর ডিগ্রি পাস ও অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম আলীকে ঘোষিত পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি বলেন, ভুল ও মিথ্যা তথ্য প্রদান করায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। ছাত্রদলকে গতিশীল করার জন্য তথ্য যাচাইয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি লালপুরের তিনটি কলেজ শাখার ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীদের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে শাকিল বলেন, কলেজের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিয়েছি। কিন্তু ছাত্রলীগের সদস্য ছিলাম না। এটা আমার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। এ ছাড়া সিয়াম ও জাহিদকে ফোন দিলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available