• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৯:১৮:০১ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৯:১৮:০১ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমারখালীতে অশ্রুসিক্ত নয়নে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ২৪ এর শহীদ সহধর্মিণীরা

২১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:২৭:০৬

কুমারখালীতে অশ্রুসিক্ত নয়নে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ২৪ এর শহীদ সহধর্মিণীরা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে অশ্রুসিক্ত নয়নে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ২৪ এর শহীদ সহধর্মিণীরা

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সালাম মণ্ডলের সহধর্মিণী মারিয়া আক্তার ও শহীদ সেলিম মণ্ডলের সহধর্মিণী শোভা খাতুন।

কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে পুষ্পস্তবক অর্পণে উপজেলা শাখার প্রতিনিধি সদস্যরা অংশ গ্রহণ করেন।

নিহত সেলিম মণ্ডলের সহধর্মিণী শোভা খাতুন জানান, ২৪ এর গণঅভ্যুত্থানে স্বামীকে হারিয়েছি, যার হারিয়েছে সেই জানে বেদনার গভীরতা কত। সেই বোধের জায়গা থেকে ৫২ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যন্ত গ্রাম থেকে শহীদ মিনারে এসেছি। এসময় নিহত সালাম মণ্ডলের সহধর্মিণী মারিয়া আক্তার অশ্রুসিক্ত নয়নে শহীদ বেদিতে শ্রদ্ধানিবেদন করেন।

জাতীয় নাগরিক কমিটির উপজেলা শাখার সিনিয়র প্রতিনিধি অধ্যাপক হেলাল উদ্দিন বলেন ২৪ এর শহীদ পরিবারের সদস্যদের সাথে ৫২ এর শহীদ পরিবারের সদস্যদের সাথে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার অনুভূতিটা বেশ ভিন্ন।

এ সময়  উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কুষ্টিয়া জজকোর্টের এপিপি এ্যাড. আবুল হাসিম বাদশা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:০৩:২০