• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ১১:৫২:৩১ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ১১:৫২:৩১ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলার অভিযোগ

২১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩৪:৩৯

লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের উত্তর জয়পুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন নামে এক যুবদল নেতার বাড়িতে দুবৃর্ত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এখনও ধরাছোঁয়ার বাহিরে হামলাকারীরা। এনিয়ে এলাকায় মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি বুধবার ভোররাত চারটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ইমান উদ্দিন মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দুবৃর্ত্তদের ভয়ে প্রশাসনের কাছেও দ্বারস্থ হতে পারেনি ভুক্তভোগীর পরিবার। স্থানীয়রা বলছে, আলমগীর লক্ষ্মীপুর জিয়া সাইবার ফোর্সের সক্রিয় সদস্য ও বিএনপির রাজনীতির সাথে জড়িত। মো. আলমগীর উত্তর জয়পুর ইউনিয়ন যুবদলের সদস্য ও ইমান উদ্দিন মিজি বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী আলমগীরের পরিবার জানায়, ঘটনার দিন ভোররাতে কয়েকটি মোটরসাইকেলের শব্দে এলাকার অনেকের ঘুম ভেঙ্গে যায়। ডাকাত আতঙ্কে সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলো। এসময় আলমগীরের বাড়ি লক্ষ্য করে মোটরসাইকেল আরোহীরা কয়েক রাউন্ড গুলি চালায় ও অকথ্য ভাষায় আলমগীরকে গালাগালি করে। দুবৃর্ত্তদের গুলিতে আলমগীরের বসতঘরের গ্লাস, জানালা ও পার্শ্ববর্তী তার নিকটাত্নীয়ের ব্যবহৃত প্রাইভেট কারের গ্লাস ভেঙ্গে যায়। পরে এলাকার মানুষের আনাগোনা বুঝতে পেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, আলমগীর সামাজিক কাজের সাথে জড়িত থাকায় ও বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ষড়যন্ত্র করে নাশকতার একাধিক মামলায় হয়রানির শিকার হতে হয়েছে। গেলো বছরের ৫ আগস্টের পর আবার একই কায়দায় আলমগীরকে মামলা ও ফ্যাসিবাদের দোসরের তকমা দিয়ে এলাকা ছাড়া করতে মরিয়া কেউ কেউ। অনেকেই বলছেন, এলাকায় চুরি, ডাকাতি কিংবা সালিশ বাণিজ্য করতে বড় বাধা যুবদলের এই নেতা।

আলমগীরের স্বজনরা জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত হামলাকারীদের আইনের আওতায় আনা হোক। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও সিসিটিভি ফুটেজ দেখে দুবৃর্ত্তদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে স্থানীয় জাতীয়তাবাদী দল বিএনপির কেউ কথা না বললেও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, একটি অদৃশ্য শক্তি দিনের আলোতেও ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অপরাধ দমনে পুলিশি টহল অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফুলবাড়ীতে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১৩:০২




পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৮:৪২