• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ১১:৪৫:৫০ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সকাল ১১:৪৫:৫০ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:১৭:৫৫

ফটিকছড়িতে আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ানহাটে আদালতের আদেশ উপেক্ষা করে রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জমির মালিক মো. জসিম উদ্দিন।

২১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মাইজভান্ডার দরবার শরীফে তিনি এ  সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রবাস জীবনের ৪০ বছরের সঞ্চয়ের টাকা দিয়ে বিগত ২০০৩ সালে ৪টি দলিলমূলে জুজখোলা মৌজার মোট ২০ খানি ১৫ গন্ডা জায়গা ক্রয় করি। বিভিন্ন সময় জায়গা পাবে বলে আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে তার জায়গাটি দখল করার চেষ্টা করে যাচ্ছেন একটি চক্র। যার ব্যাপারে আদালতে মামলা বিচারাধীনসহ ওই জায়গার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। এদিকে গত ১৯ ফেব্রুয়ারি বুধবার আদালতের আদেশ অমান্য করে বিএনপি নেতা আবসারের নেতৃত্বে রাতের আধারে একটি টিনের ঘর নির্মাণ করে জায়গা দখলের চেষ্টা করে চক্রটি। এছাড়াও ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মাস্টার বাড়ির হালিম জায়গা পাবে বলে জমি থেকে মাটি কেটে নিয়ে যায়। মুন্সি মিয়ার আওলাদ জামাল, হোসেন ও আলাউদ্দীন একইভাবে রাতের আঁধারে ঘর নির্মাণ করে ফেলে। এসব ব্যাপারে বাধা প্রদান করলে তারা তাকে প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে বলেও জানান তিনি। 

এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভূজপুর থানায় একাধিক অভিযোগও রয়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ওই জায়গার আমমোক্তার মো. হানিফ ও জসীম উদ্দীনের বড় ছেলে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা আবসার জানান, আমি তখন শৈলকূপা একটি বিয়ে বাড়িতে ছিলাম। আমাকে যখন নানুপুর থেকে ঐ ব্যক্তি ফোন দেয় তখন আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেই। আমার ব্যাপারে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফুলবাড়ীতে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১৩:০২




পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৮:৪২