• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ দুপুর ১২:৩২:১৯ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ দুপুর ১২:৩২:১৯ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

তাহিরপুরের হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরশ বন্ধের দাবিতে মানববন্ধন

২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৫৪

তাহিরপুরের হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরশ বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরশ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার সর্বস্তরের আলেম উলামাগণের অংশ গ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক সমাবেশ বক্তারা বলেন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হযরত করিম শাহ (রহ.) মাজার শরীফে কথিত মাজার কমিটির ব্যানারে ২৩ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে বাৎসরিক ওরশ পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চ শব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো,দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করার তোড়জোড় শুরু করা হয়েছে।

এসব অপকর্ম ইসলাম বিরোধী কার্যকলাপ জায়েজ করতে গিয়ে ওরশ পালনের নামে উপজেলা প্রশাসনের নিকট সম্প্রতি আবেদন জমা দিয়ে ওই কমিটির লোকজন জোড়ালো ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ওসি তাদেরকে অনুমতি দিয়েছেন নির্বিঘ্নে ওরশ পালন করতে।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার পূর্বেই রবিবারের ওরশ আয়োজনসহ সকল ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান প্রশাসনের । এরপরও যদি ওরশ পালন করার ধৃষ্টতা দেখানো হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ভার উপজেলা প্রশাসন ও থানার ওসিকে নিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মাও. আবুল বাশার নুরুল্লাহ,মাও. মুখলেছুর রহমান, মাও. হাফেজ ইয়াহিয়া, হাফেজ এহসান ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা প্রমুখ।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য পুরানঘাট গ্রামের বাসিন্দা মাজার কমিটির সভাপতি দাবিদার আবু তাহেরের নিকট জানতে চাইলে তিনি বলেন,  আমি আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থানার ওসি করলে তিনি অনুমতি দিয়েছেন রবিবার ওরশ পালন করতে, রবিবার রাতে ওরশ পালন করবেন বলেও জানান আবু তাহের।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আবুল হাসেম বললেন,ওরশের আবেদন নিয়ে আসলে আমি থানার ওসিকে নির্দেশনা দিয়েছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিন্তু ওরশ পালনের জন্য কোনো রকম অনুমতি দেইনি। এখন যেহেতু ওই ওরশকে কেন্দ্র করে আলেম উলামা সমাজ আপত্তি জানিয়েছেন সেক্ষেত্রে ওসিকে পুনরায় নির্দেশনা দিয়েছি ওরশ বন্ধে আইনি ব্যবস্থা নিতে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট ওরশের অনুমতি প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আবেদনে শুধু মাত্র থানার সিল মেরে রিসিভ করেছি এর বেশি কিছু নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মিরপুর বেনারসি পল্লীতে ৬ দোকান-বাসায় লুট
২২ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৮:১৩


ফুলবাড়ীতে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১৩:০২




পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৮:৪২