• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ দুপুর ১২:২৪:৩৫ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ দুপুর ১২:২৪:৩৫ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জগন্নাথপুরে অসহায় কৃষকের বাড়িতে হামলা-ভাঙচুর

২১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৩:৫২

জগন্নাথপুরে অসহায় কৃষকের বাড়িতে হামলা-ভাঙচুর

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক যুবদল নেতা মামুনুর রশীদের নেতৃত্বে ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল গ্রামের ভূমিহীন ও অসহায় কৃষকের বাড়িতে অতর্কিত হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।

২১ ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পরে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।  এ সময়  গুরুতর আহত মোজাম্মেল হক ও ফুলতেরা বিবিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, সাবেক যুবদল নেতা মামুনুর রশীদ জোরপূর্বক আহত মোজাম্মেল হকসহ অনেক ভূমিহীন নিরীহ ও গরীব মানুষের জমি দখল করে নেয়।  কিছুদিন আগে নিজেদের জমি ফেরত পেতে এর প্রতিবাদ করা ও সেনাক্যাম্পে বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এরই প্রেক্ষিতে জুম্মার নামাজের পূর্বে গরুর ঘাস নিয়ে বাড়ি যাওয়ার পথে মামুনুর রশীদ জমির প্রকৃত মালিকদের আটকিয়ে মারধর করে। এরপর জুম্মার নামাজের পর তাদের উপর হামলা চালানোর  হুমকি দেয়। এরই প্রেক্ষিতে জুম্মার নামাজের পর মামুনুর রশীদ বাহিনীর নেতৃত্বে একদল অস্ত্রধারী বাহিনী মোজাম্মেল হকসহ আহতদের বাড়িতে হামলা চালিয়ে নারী-পুরুষসহ ৫ জনকে গুরুতর আহত করে। এসময় প্রাণে বাঁচতে আহতরা অন্যের ঘরে আশ্রয় নিলে আহতদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিরপুর বেনারসি পল্লীতে ৬ দোকান-বাসায় লুট
২২ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৮:১৩


ফুলবাড়ীতে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১৩:০২




পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক
২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৮:৪২