• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:২৫ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:২৫ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৭:৫৬:৫০

ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থী নেতাসহ তিনজন নিহত হয়েছেন। নিহত হানিফ হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের রাহাজুদ্দিনের ছেলে।

নিহত অপর একজনের নাম লিটন (৩৭)। তিনি হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের উম্বাদ আলীর ছেলে। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট মাঠে গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে রামচন্দ্রপুর মাঠে হঠাৎ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দ থামার পরে স্থানীয়রা সেচ খালের পাশে গিয়ে গুলিবিদ্ধ ও জখম হওয়া মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মধ্যে হানিফ নামে এক শীর্ষ চরমপন্থী নেতার মরদেহ শনাক্ত করে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ ক্যাডার ও একাধিক হত্যা, চাঁদাবাজি ও ডাকাতি মামলার আসামি।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ তিনটি মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহের শৈলকূপা ও কুষ্টিয়া সদর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় রামচন্দ্রপুর মাঠ কিছুটা নির্জন। এর আগেও একই স্থানে চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে।

ওসি মাসুম খান বলেন, গুলিবিদ্ধ দুইজনের মরদেহ শনাক্ত করা গেছে। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠন
২২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:১৪


ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান ইবি শিক্ষার্থীরা
২২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:২৩