নেত্রকোণা প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় তাঁর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দেশের কল্যাণে সবাইকে চৌকস নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
১৩ মে শনিবার দুপুরে নেত্রকোণার আমতলা ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি একেএম আজাহারুল ইসলাম অরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available