• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ রাত ০৮:৪৩:১৪ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ রাত ০৮:৪৩:১৪ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাধারীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি

২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩০:৫০

কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাধারীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অবিলম্বে পুনর্গঠন করে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাধারীদের মূল্যায়ন করতে হবে বলে দাবি করেছেন ২০১৮ সালে কোটা সংস্কার রিটকারী ও আন্দোলনকারীরা।

তারা বলেন, আজকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই কেন? দেশটাতে এতটা অস্থিরতা কেন? ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে, অথচ শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে সরকার এখনো পারেনি কেন? আমরা কী এই বাংলাদেশ দেখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কোটা সংস্কার রিট করেছিলাম আর জুলাই বিপ্লবে দুই হাজার লোক জীবন দিয়েছিলেন ও ৩০ হাজারের অধিক মানুষ রক্ত দিয়েছিলেন? সুতরাং দ্রুত ব্যর্থ উপদেষ্টাদের বাদ দিয়ে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাধারীদের মধ্যে বঞ্চিতদের খোঁজে বের করুন এবং যোগ্য, দক্ষ ও অভিজ্ঞদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে, যেন দেশটা সুন্দরভাবে পরিচালিত হয়।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে অবস্থিত আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম রূপকার, গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। এছাড়াও বক্তব্য রাখেন কোটা সংস্কার রিটকারীদের নেতা ও কোটা সংস্কারের পক্ষে শত শত প্রতিবেদন প্রকাশ করে আন্দোলনে যিনি গণজোয়ার সৃষ্টি করেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ ও কোটা সংস্কার রিটের অন্যতম পিটিশনার ঢাবির তৎকালীন ছাত্র আনিসুর রহমান মীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা নির্বাচন অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট  মো. আজহারুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মো. আল-আমিন খান, ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক, বি. ট্রান্সপোর্টের চেয়ারম্যান আলহাজ্ব বেল্লাল হোসেন ও আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা মোবারক হোসেন খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, স্কুলের উপদেষ্টা ও শিক্ষানুরাগী সাজেদুল ইসলাম পনি, পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সহিদুল হক খান ঝন্টু, সার্ক মানবাধিকার ফাউণ্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রাজু, স্কুলের উপদেষ্টা ফরহাদ হোসেন ভুইয়া, ক্যাপ্টেন অব. মাসুদ আহমেদ, আলহাজ্ব আনসার আলী মাস্টার, মো. সাইফুল ইসলাম, জাহিদ হোসেন, আমিরুল ইসলাম ও গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা  সহ সভাপতি নুরুল আমিন নুরু প্রমুখ।

প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। সেজন্য আল-হেরা’র উদ্যোগকে আমি স্বাগত জানাই।অনুষ্ঠানে তিনি শিশুশিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে অভিভূত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আমরা কারও পক্ষে কাজ করি না, করবোও না: সিইসি
২২ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৯:০৯


জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠন
২২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:১৪


ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান ইবি শিক্ষার্থীরা
২২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:২৩