• ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ রাত ০৮:৪৯:২১ (22-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই ফাল্গুন ১৪৩১ রাত ০৮:৪৯:২১ (22-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক

২২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৮:৪২

পিরোজপুরে জনতার হাতে ভুয়া পুলিশ আটক

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী নামক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আটক সাইফুল ইসলাম অনলাইনে অ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন ১ লক্ষ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর- গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসেন।

সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা সাইফুল ইসলামকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এসময় বাকি দু’জন পালিয়ে যায়।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয়রা সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আমরা কারও পক্ষে কাজ করি না, করবোও না: সিইসি
২২ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৯:০৯


জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠন
২২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:১৪


ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান ইবি শিক্ষার্থীরা
২২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:২৩