নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে চুরি ও চাঁদাবাজির মামলায় নাঈম (২১) নামে এক তরুন কে গ্রেফতার করেছে র্যাব। ১৩ মে শনিবার ভোরে উপজেলার দূর্গাপুর সন্নাসতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। নাঈম একই গ্রামের মো. সোহেলের ছেলে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঈম তার সহযোগী নয়ন এবং আরও ৪/৫ জন কিশোরকে নিয়ে উপজেলার গোবরচাপা এলাকায় এক কিশোর গ্যাঙের নেতৃত্ব দিয়ে আসছিলেন। দীর্ঘদিন থেকে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের আটকে মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানি করছিলেন। ৮ মে সোমবার এসএসসি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকা-পয়সা, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও মোটরসাইকেলের চাবী আটকে চাঁদা দাবী করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। ২ দিন পর বুধবার আবারও তাদের আটকিয়ে মোবাইল কেড়ে নিলে ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিভাবকরা জয়পুরহাট র্যাব-৫ এ অভিযোগ করেন।
এ অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক (সিনিয়র সহকারি পুলিশ সুপার) রফিকুল অভিযান চালিয়ে নাঈমকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে সন্নাসতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত নাঈমকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available