নারায়ণগঞ্জ প্রতিনিধি: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, ফ্যাসিবাদকে রুখতে হলে রাজনীতিবীদ, শ্রমিক, ছাত্র, চাকরিজীবী, আলেম-ওলামা সবার মধ্যে ঐক্য থাকা দরকার। একমাত্র জাতীয় ঐক্যের মাধ্যমেই এটা সম্ভব।
২১ ফেব্রুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে এক কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যখন নির্বাচন হবে তখন আমরা আমাদের দলের কথা বলবো, কিন্তু এখন পর্যন্ত যেই পরিস্থিতি বিরাজমান আছে, বিভেদ সৃষ্টি করা ঠিক হবে না বলে, তিনি যোগ করেন।
আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নই ওঠে না। ক্ষমা চাওয়ার পরে, যারা নির্দোষ তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, মুফতী শেখ শাব্বীর আহমাদের মাওলানা আব্দুল কাদির, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা মুঈনুদ্দীন আহমদ, হাম্মদ আব্দুল জব্বার, আবুল হোসাইন, হাফেজ মাওলানা জাকির হুসাইন, মুফতী জাকির হুসাইন কাসেমী, অধ্যাপক শাহ আলম, ইলিয়াস আহমদ, মিজানুর রহমান, হাফেজ কবির হোসাইন, খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানার নুর মোহাম্মদ খান, কামরুল হাসান পায়েল, মুফতী আবুল কাসেম, মাওলানা ফরিদুজ্জামান, মুফতী সিরাজুল ইসলাম, মাওলানা নোমান, মাওলানা মনিরুজ্জামান, প্রভাষক মাইদুল ইসলাম, মুহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available