নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছোট ফাউসা গ্রামে ওরসের নামে মাদক, গান-বাজনার প্রসার ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে গ্রামবাসী।
২২ ফেব্রুয়ারি শনিবার গ্রামবাসীর পক্ষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে তারা অভিযোগ করে বলেন, গ্রামে ওরসের নামে গান-বাজনা, মাদক, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে। পাঁচ আগস্ট স্বৈরাচারের পতনের পর তৌহিদী জনতার প্রতিরোধের মুখে এসকল অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে গেলেও তারা পুনরায় এসকল মাজার চালু করছে। এর ফলে স্থানীয় যুবকেরা মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে।
তারা জানান, এ ওরসকে কেন্দ্র করে ইতোমধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে মনির ও আবু তৈয়ব নামে দুজন রয়েছেন।
এসময় অবিলম্বে এসকল অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
আড়াইহাজার হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আইয়ুব হোসেন জানান, আমরা গ্রামবাসী এ ব্যাপারে ওসি, ইউএনও, ডিসির কাছে লিখিতভাবে জানিয়েছি এটি বন্ধ করে দেয়ার ব্যাপারে। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ না নিলে যেকোনো অঘটন ঘটতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনের জানান, এখানে ওরস নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আমরা স্থানীয়ভাবে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা চেষ্টা করছি। মাদক কিংবা কোনো প্রকারের অসামাজিক কার্যকলাপে কেউ জড়িত না থাকলে ওরস বা যেকোনো ধরনের অনুষ্ঠান পালনে বাধা নেই।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন জানান, আমরা এ বিষয়টি সম্পর্কে অবগত নই, কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। মাদকসহ যেকোনো অসামাজিক কার্যকলাপের ঘটনার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available