সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে এক গৃহবধূর চুল কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ভাসুরের বিরুদ্ধে। ১১ মে বৃহস্পতিবার রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ উঠেছে, গৃহবধূ রিমা আক্তারকে স্বামী আলকাছ উদ্দিন ও ভাসুর জয়নাল আবেদীন মিলে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী রিমা আক্তার জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, ১১ মে বৃহস্পতিবার রাতে স্বামী ও ভাসুর মিলে যৌতুকের দাবিতে গৃহবধু রিমা আক্তারকে মারধর করে মাথার সব চুল কেটে দেয় । পরে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, পুলিশ নির্যাতনকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available