• ঢাকা
  • |
  • রবিবার ১১ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:০৯:৪৩ (23-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:০৯:৪৩ (23-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রকাশ্যে হ্যান্ড মাইকে চাঁদা চেয়ে হঙ্কার দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

২৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:০৩:১২

প্রকাশ্যে হ্যান্ড মাইকে চাঁদা চেয়ে হঙ্কার দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলায় দলবলসহ মাথায় লাল কাপড়, হাতে রাম দা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় তোলপাড় চলছে। অভিযুক্ত ওই নেতাকে ইতোমধ্যে বহিষ্কারও করেছে যুবদল কেন্দ্রীয় কমিটি।

২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেয় উপজেলা যুবদলের সদস্য নেতা জাহাঙ্গীর আলম মিন্টু। এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতা বহিষ্কার করেছে।

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল সাবেক সদস্য সচিব।

ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য দিনের মতো শনিবার এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিলো। হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোক নিয়ে সকলের মাথায় লাল কাপড় বেঁধে, মুখে গামছা পরে এসে বাজার থেকে প্রকাশ্যে চাঁদা দাবি করে। এর কিছুক্ষণ পর জাহাঙ্গীর ও তার সঙ্গে আসা লোকজন রাম দায়ের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়।

দোকানী সুরুজ আলী বলেন, “লাল কাপড় পরা বেশ কিছু লোক এসে রাম দা’র ভয় দেখিয়ে সবকিছু লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যান। ভয়ে অনেকেই টাকা পয়সা দিয়ে জীবন রক্ষা করেন।”

ব্যসায়ীরা বলেন, “এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম। ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দিলো পুলিশ কই? আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বল লুটপাট করে করে নিল।”

শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, “জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি আমার জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করব না।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে।”

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘এই ধরনের কোন বক্তব্য দল কোনভাবেই সমর্থন করে না। এই ধরনের বক্তব্য দলের জন্য খুবই সাংঘর্ষিক। ইতমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৪৬:৩৩




মেহেরপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:১৯:১২

সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:০৮:৪৪

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মেস জীবন
২৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৪৯:২৫


টাঙ্গাইলের পর এবার নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:০৭:৫০