• ঢাকা
  • |
  • রবিবার ১১ই ফাল্গুন ১৪৩১ রাত ০৮:২৯:৪৬ (23-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই ফাল্গুন ১৪৩১ রাত ০৮:২৯:৪৬ (23-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঐক্যবদ্ধতাই পারে নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করতে: ড. মিজানুর রহমান

২৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৪৬:২০

ঐক্যবদ্ধতাই পারে নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করতে: ড. মিজানুর রহমান

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: বিশ্বনন্দীত মোফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, ‘আমরা ইউনাইটেড, আমরা উচ্ছসিত। একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই। এটা আবার অনেকের ভালো লাগে না। বাংলাদেশিদের সুখ অনেকের ভালো লাগে না। নানামুখী ষড়যন্ত্রে আমরা আবদ্ধ। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়েছি, যারা আমাদের গ্রাস করতে চায়। আমাদের অনেক বুঝে শুনে পথ চলতে হবে। আর তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। কারণ যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ইউনিটিকে, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে।’

২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় জুলাই-আগস্টের বিপ্লবে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা দেখিয়ে দিয়েছো কীভাবে জালিমদের শায়েস্তা করতে হয়। কীভাবে চোখের ইশারায় বোঝাপড়া করে আন্দোলনকে বেগবান করতে হয়। তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। বিগত ১৭ বছরে যেটা করা সম্ভব হয় নাই অল্প কয়েকদিনের কানেক্টিভিটির ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এই উচ্ছাস, এই ইউনিটি আমাদের বজায় রাখতে হবে। এজন্য আগামীর নতুন ভোরের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন থাকলে হবে না। তাই আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে আর কেউ জালিম হবে না, কিংবা জালিমের শিকার হবে না। নতুন করে ফ্যাসিস্টরা আর দুঃসাহস দেখাতে পারবে না। আর তাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি দেখতে চাই না বাংলাদেশিরা।’

দেশ পরিচালনায় উন্নত সুস্থ বুদ্ধি সম্পন্ন নেতার নেতৃত্বের বিষয়ে ড. আজহারী আরো বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে উন্নতমানের রিসার্চ সেন্টার হওয়া খুবই জরুরি। কেননা উন্নত বিশ্বে কলম ধরা ছাত্রের হাতে অস্ত্রের ঝনঝনানি বেমানান। আর তাই যে ছাত্রের হাতে কলম লেগেছে, সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগার আহ্বান জানিয়ে তিনি নতুন বাংলাদেশে বুক ভরা স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোনোর কথা বলেন। আমরা চাই একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর তাই এমন নেতা আমরা চাই, যে নেতা অসুস্থ হলে সমগ্র বাংলাদেশের মানুষ জায়নামাজ বিছিয়ে নেতার সুস্থতায় মোনাজাতে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করবে।’

তাফসীরুল কুরআন মাহফিলে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিয়া মো. নূরুল হক।

এছাড়াও মাহফিলে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন তালুকদার, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নূরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সাংসদ মো. লতিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উত্তরায় চালু হলো শেফস অ্যাভিনিউ
২৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০১:৩১

২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০৭


দোয়ারাবাজারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:২১

দোয়ারাবাজারে ড্রাম ট্রাক খাদে পড়ে কিশোরের মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:০৬

ইছামতি গ্রুপের নতুন লোগো, আধুনিক রূপে যাত্রা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:১৬

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:৪২


২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫৫:৩৮