নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলায় পরিচালিত সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বৃহৎ প্ল্যাটফর্ম ‘সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবী পরিবার’ এবং সান জেনারেল হাসপাতাল সোনাগাজী’র যৌথ উদ্যোগে সোনাগাজীতে মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা প্রোগ্রামে ছয় শতাধিক মানুষ অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা সেবা এবং তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিদর্শন করতে আসেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মোস্তফা, সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন। অতিথিরা প্রোগ্রাম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
আয়োজন শেষে আয়োজনে অংশ গ্রহণের জন্য অংশগ্রহণকারী প্রতিটি সংগঠন এবং সান জেনারেল হাসপাতালকে ধন্যবাদ স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। অংশগ্রহণকারী সংগঠনগুলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান গভ: রেজিষ্টার্ড শাহাপুর মুনষ্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম, মানবতার ডাকের সহ-সভাপতি এমদাদুল হক সুজন, ব্লাড ডোনেট অর্গানাইজেশনের ইয়াসিন মাহমুদ, সোনাগাজী স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের আলমগীর হোসেন রিপন, স্বপ্নসিঁড়ি মানব কল্যাণ সোসাইটির আবুল কালাম হাসান, শিক্ষা ঘর সোনাগাজীর হোসাইন আজাদ, ছাবের পাইলট ব্যাচ-১৫ এর দেলোয়ার হোসেন, সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের নাজমুল হাসান দিপু এবং সান জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. আলা উদ্দিন।
এ কর্মসূচি বাস্তবায়নে এবার সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবী পরিবারের ব্যানারে অংশগ্রহণ করেছে ১৯টি সংগঠন: মানবতার ডাক, সোনাগাজী ব্লাড ডোনেট অর্গানাইজেশন, গভ: রেজিষ্টার্ড শাহাপুর মুনষ্টার ক্লাব, ঐক্যবদ্ধ ব্লাড ডোনেশন ক্লাব ওলামা বাজার, চৌরাস্তা স্বপ্নছায়া ব্লাড ডোনেট অর্গানাইজেশান, শিক্ষা ঘর সোনাগাজী, স্বেচ্ছায় রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা, সোনাগাজী স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সোসাইটি, স্বপ্নচারী মানবকল্যাণ সোসাইটি, স্পন্দন যুব সংঘ (বক্তারমুন্সী), রক্তের সন্ধানে আমরা, সোনাগাজী, হেল্পিং হ্যান্ডস বারো মিয়ার দিঘীর পাড়, হাজীপাড়া ছাত্র ও যুব কল্যাণ পরিষদ, ছাবের পাইলট ব্যাচ-১৫, টিম ইমার্জেন্সি সোনাগাজী, বিডি ক্লিন সোনাগাজী, সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available