ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের নেয় দিনাজপুরের ঘোড়াঘাটে নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেমের (টিসিবি) পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
২৩ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় ঘোড়াঘাট পৌরসভা ভবনে টিসিবির ডিলার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মাধ্যমে স্মার্ট কার্ড দিয়ে টিসিবির পণ্য বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল-মামুন কাওসার শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পূর্বে পৌর এলাকার সুবিধাভোগীর সংখ্যা ছিল ২৮৪৫ জন কিন্তু বর্তমানে ১১৬৪ জনের স্মার্ট কার্ড আপডেট হয়েছে। পর্যায়ক্রমে সকলের কার্ড আপডেট হবে এবং কাগজের কার্ড ব্যবস্থার পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে এখন থেকে টিসিবির কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ডিলার মাহফুজার রহমান রতন জানায়, প্রতিটি কার্ডধারী পরিবার সরকার নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য ক্রয় করছেন। ৫৪০ টাকা প্যাকেজে ১ কেজি চিনি, ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল পাবে স্মার্ট কার্ড ধারীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available