• ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:০৭:২৩ (24-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:০৭:২৩ (24-Feb-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

১৩ মাস পর উৎপাদনে ফিরলো সরিষাবাড়ীর যমুনা সার কারখানা

২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:২০:০৮

১৩ মাস পর উৎপাদনে ফিরলো সরিষাবাড়ীর যমুনা সার কারখানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: গ্যাস সংকটে ১৩ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।

নতুন করে গ্যাস সংযোগ পেয়ে ২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যার পর থেকে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।

কারখানা সূত্রে জানা যায়, কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন এবং কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। শুরু থেকেই দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল কারখানাটি। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার উৎপাদন কমে বর্তমানে ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন করছে। ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনার গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরপর থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করলে ইউরিয়া সার উৎপাদনের কার্যক্রম শুরু করা হয়। তবে যন্ত্রাংশের কিছুটা মেরামত করে রোববার সন্ধ্যা ৬টার পর থেকে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.স.ম মোসলে উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিলো। গত ১৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস দেয় তিতাস। সকল কার্যক্রম শেষ করে রোববার সন্ধ্যা ৬টার পর থেকেই পুরোপুরি উৎপাদনে ফিরে আসে যমুনা সার কারখানা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মানিকগঞ্জে দুর্নীতি প্রতিরোধে গণশুনানি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫৪:৪৮


বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩৯:০৭





মেলায় কবি কাজী আনিসুল হক হীরার তিন বই
২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০২:৫৩