• ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৪৯ (24-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৪৯ (24-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রি, ডিলার আটক

২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৪০:২১

ফকিরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রি, ডিলার আটক

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাহিরদিয়া-মানসা ইউনিয়নে রাতের আধারে সরকারি সার কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুটি ভ্যান সারসহ জব্দ করা হয়। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী ওই ইউনিয়নের সরকারি বিসিআইসি সার ডিলার মল্লিক রফিকুল ইসলামকে (৫৬) আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম উপজেলার বাহিরদিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় ২৩ ফেব্রুয়ারি রোববার কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা।

মামলার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৭টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে দুটি ভ্যান বোঝাই সার খুলনার রূপসা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় স্থানীয় শেখ ইখতিয়ার হোসেন নামে এক ব্যক্তির সরকারি বস্তা দেখে সন্দেহ হলে ভ্যান দুটি আটকে রাখেন। স্থানীয় লোকজন নিয়ে তিনি ভ্যান চালকদের সাথে কথা বলে জানতে পারেন, ভ্যান দুটিতে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএমপি সরকারি সার রয়েছে। এগুলো বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মল্লিক রফিকুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে রূপসা উপজেলার আলাইপুর বাজারে পাঠিয়েছেন। পরে ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানা পুলিশ উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার সত্যতা ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেয়ে পুলিশ সারসহ মল্লিক রফিকুল ইসলামকে আটক করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তিনি যেহেতু গ্রেফতার হয়েছেন। তাই কৃষকদের নিয়মিত সার সরবরাহের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় তা নিশ্চিত করতে ইউএনও মহোদয়ের সাথে মিটিং করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৩ লক্ষ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০২:২৪


রক্তদান কর্মসূচির আয়োজন করল ঢাকা কলেজ ছাত্রদল
২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৩৫:০৯

৫ ঘণ্টা পর সাজেকের আগুন নিয়ন্ত্রণে
২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০২:১০




সাজেকে ভয়াবহ আগুন, পুড়ছে রিসোর্ট-কটেজ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩২:৩১

নওগাঁয় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২৮:০৭

সিলেটে ‘সাংবাদিকতা কার জন্য?’ বিষয়ক আলোচনা সভা
২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২৫:৩২