খুলনা ব্যুরো : ৫ দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্ন্টান চিকিৎসকদের ২য় দিনের কর্মবিরতি অব্যাহত রয়েছে।
২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে ইর্ন্টান ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিকিৎসকরা এ কর্মসূচি পালন করে।
আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ করে ইর্ন্টান চিকিৎসকরা। এ সময় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কর্তৃপক্ষের সাথে এক আলোচনায় বসেন আন্দোলনকারীরা।
এসময় বক্তব্য রাখেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা.দ্বীনুল ইসলাম, ডা.আসাদুল্লাহ হীল গালিব ও ডা. তাহমিদ আল মাসরুর।
উল্লেখ্য: ডাক্তার পদবি সংক্রান্ত রিটটি প্রত্যাহার করা এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ, চিকিৎসকদের বিসিএসের বয়াস সীমা ৩৪-এ উন্নীত চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং দ্রুত ৫ দফা বাস্তবায়নের দাবিতে গত ২৩ ফেব্রুয়ারি দিনব্যাপী কর্মবিরতি পালন করছে ইর্ন্টান ডাক্তাররা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available