মানিকগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে কমিটি থেকে পদত্যাগকারী নেতাকর্মীরা।
২৪ ফেব্রুয়ারি বেলা সোয়া ১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় অবরোধ গড়ে তোলেন আন্দোলকারীরা। এসময় তারা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বেলা সোয়া দুইটার দিকে তারা কমিটি বাতিলের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।
আন্দোলনকারীরা জানান, গত ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ হোসেন স্বাক্ষরিত ৪২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয়া হয়। গুরুত্বপূর্ণ পদে আন্দোলনের সাথে জড়িতদের না রেখে ছাত্রলীগের সাথে জড়িত অন্তত ২০ জনকে কমিটিতে রাখা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন আন্দোলনকারীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available