কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দাবি, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে, তাদের পছন্দ হয়নি। তারা চান, বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হোক, দ্রুত নতুন গেজেট প্রকাশ করা হোক।
এর আগে, নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন। সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভের পর তারা হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নেন, রেলপথ অবরোধ করেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে সিরাজগঞ্জ এক্সপ্রেস কিছু সময় আটকে ছিল, তবে পরে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available