• ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ রাত ১০:০৬:২৪ (24-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ রাত ১০:০৬:২৪ (24-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় হিজবুত তওহিদ-জনতার সংঘর্ষ: আহত ১৫, আটক ৭

২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:২৬

পীরগাছায় হিজবুত তওহিদ-জনতার সংঘর্ষ: আহত ১৫, আটক ৭

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তওহিদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, ডিবি, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সাত জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিজবুত তওহিদের প্রায় ৪০ জন কর্মী সেখানে একটি গোপন বৈঠক করছিল। বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে হিজবুত তওহিদের চার কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং আরও দুই কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত চারজনকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ আরও দুজনকে পুলিশ হেফাজতে নেয়।

এলাকাবাসীর দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তওহিদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হোক এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে, আটক ব্যক্তিদের স্বজনরা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন বলেন, মঙ্গলবার হিজবুত তওহিদের সমাবেশ ঘিরেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষের পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

এ বিষয়ে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সি সার্কেল আসিফা আফরোজ আদরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে তার মধ্যে দুই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৬:১৮

গাংনীতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
২৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৫:৩৪




দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেপ্তার
২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:২২

আইডিএবি’র নির্বাহী কমিটির শপথ গ্রহণ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪:২০