স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ হাজার ৬৫৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ মো. রফিক (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় পলিথিন বহনকারী একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রফিক ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগর পশ্চিম এলাকার মো. হারুনের ছেলে।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালনকালে ঢাকার হোসনে দালান এলাকা থেকে নারায়ণগঞ্জ শিবু মার্কেটগামী একটি মিনি ট্রাক থামানো হয়। পরে তল্লাশি করে ২ হাজার ৬৫৫ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available