কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: ভারত-পাকিস্থান চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট খেলার ম্যাচ চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় কলেজ শিক্ষার্থী অন্তর মজুমদারকে আটক করেছে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লা শহরের ৫নং ওয়ার্ড চৌধুরীপাড়ায় অবস্থিত তার ফুফু সবিতা নন্দির বাসা থেকে তাকে আটক করা হয়। আটক অন্তর মজুমদার চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা গ্রামের বিধান মজুমদারের ছেলে।
গেলো ২৩ ফেব্রুয়ারি (রোববার) ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট ম্যাচ চলাকালীন অবস্থায় Antar Mozumder নামক ফেসবুক আইডি থেকে আল্লাহকে কটূক্তি করে একটি মন্তব্য করে। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলে মুসলমান ধর্মাবলম্বীরা। এরপর নিজের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় অন্তর মজুমদার ক্ষমা প্রার্থনা করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্তর মজুমদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available