সাইফুল ইসলাম সায়েফ, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: উপকূল অতিক্রম করতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র অগ্রভাগ। আবহাওয়া অফিসের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপকূলীয় অঞ্চল মহেশখালী উপজেলার ছেঁড়া দ্বীপ সোনাদিয়ার বাসিন্দাদের কুতুবজোম ইউনিয়নের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে ১৩ মে শনিবার বিকেল ইঞ্জিনচালিত নৌকায় করে সোনাদিয়া দ্বীপ থেকে দুই হাজারের বেশি বাসিন্দাদের সরিয়ে আনে উপজেলা প্রশাসন।
সরিয়ে আনা বেশির ভাগ বাসিন্দা উপজেলার পৌর এলাকা, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। যাদের উপজেলা সদরে কোনো আত্মীয় নেই, তারা কুতুবজোম ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ৯৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available