নারায়ণগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি সোমবার সোমবার সন্ধ্যায় চাষাড়ায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি চাষাড়া গোল চত্বর থেকে শুরু করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে সংগঠনের সেক্রেটারি জেনারেল কেএম ইমরান হুসাইন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে ছাত্র-জনতা সরকারকে ক্ষমা করবে না। দেশে খুন, ধর্ষণ ও ছিনতাইয়ে দেশের আইন-শৃঙ্খলার অবস্থা উল্লেখ করে তিনি বলেন, দিনদিন অবনতির দিকে যাচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি। দেশের মানুষ অনিরাপদ। ছাত্র জনতার এতো রক্ত ঝরানোর পরে এই সরকার ক্ষমতায় বসে তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অপরদিকে কিছু দল ক্ষমতা ও আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তা কাম্য নয়।
তিনি আরও বলেন, এখন শিক্ষাঙ্গণ থেকে শুরু করে সভা-সমাবেশস্থলে বাকযুদ্ধের পাশাপাশি পেশি শক্তির মহড়া দৃশ্যমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় অ্যাক্টিভিস্টদের উস্কানি চলমান। ফ্যাসিস্টদের পুরোনো বয়ান দিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি পরস্পরকে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপরাজনীতিকে নতুন বাংলাদেশে প্রশ্রয় দিলে পতিত ফ্যাসিবাদীদের লাভবান করবে। আন্তদলীয় সংলাপের মধ্য দিয়ে নিজেদের মধ্যে বুঝাপড়া না করলে দেশের ঐক্য ও সংহতি বিনষ্ট হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, আনাস আহমদ, মুফতী শেখ শাব্বীর আহমাদ, প্রভাষক মাইদুল ইসলাম, শরীফ মাহমুদ, কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ, রিফাত আহমদ সাজিদ, ফজলে রাব্বী, কামরুল হাসান মিরাজ, শাফিন আব্দুল্লাহ শাকিল, সিয়াম আহমদ, ইব্রাহিম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available