পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখার কমিটির সভাপতি হিসেবে মাহমুদুল হাসান ফুয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার ইমরান আলী নির্বাচিত হয়েছেন।
২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে কলেজের বটতলা মুক্তমঞ্চে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাঈদ আহমেদ। এসময় নবনির্বাচিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।
এর আগে, কলেজের বটতলা মুক্তমঞ্চে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ করা হয়। এতে ১৬৮ জন ডেলিগেট ও কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে মাহমুদুল হাসান ফুয়াদ ১৩৯ ভোট পেয়ে সভাপতি ও খন্দকার ইমরান আলী ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাঈদ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
এদিকে, সকাল থেকে কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কাউন্সিল নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে, কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ আহমেদ।
তিনি বলেন, হাসিনা সরকারের দোসররা প্রত্যেকটি ক্যাম্পাসে নিকৃষ্টতম মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। তার বিপরীতে এখন একটি ভালো সময় উপনীত হয়েছে। আমরা নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে চাই। তারই ধারাবাহিকতায় ছাত্রদলের এ কাউন্সিল।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানের সঞ্চালনায় ও জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available