ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নদী থেকে সিরাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সিরাজ মিয়া (৬৫) নিজ বাড়ির নিকটে নলজুর নদীর বাদাউড়া এলাকায় গাছ থেকে বরই পারতে যান।
এ দিকে পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে নদীর পারের বরই গাছের নিচে বৃদ্ধের পরনের জামা দেখতে পান পরিবারের লোকজন। ধারণা করা হয়, বড়ই পারতে গিয়ে নদীর পানিতে পড়ে ডুবে গেছেন।
পরে এলাকাবাসীর সহযোগিতায় ডুবুরি দল এনে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু সন্ধান মেলেনি নিখোঁজ ব্যক্তির।
অবশেষে তিন দিন পর ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নদীতে সিরাজ মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নলজুর নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) নুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনদিন পূর্বে গাছ থেকে বরই পারতে গিয়ে তিনি নিখোঁজ হন। সোমবার বিকেলে মরদেহটি ভেসে উঠলে আমরা পুলিশে খবর দেই।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available