মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপি'র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) জনাব মো. রফিকুল ইসলাম, বিভিএম, বিভিএমএস, পিভিএমএস।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক জনাব মো. আশরাফুল আলম, বিএএমএস, বিভিএমএস। এছাড়া, মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, মেজর খন্দকার নাহিদ আহমেদ, সিভিল সার্জন ডা. মো.মকছেদুল মোমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির মো.রফিকুল ইসলাম বলেন, আমাদের আনসার ও ভিডিপি সদস্যরা দেশের শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের সংকট মোকাবিলায় তাঁদের ভূমিকা অনন্য।
অনুষ্ঠান শেষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিগণ। বাইসাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ নানা উপহার তুলে দেওয়া হয় তাঁদের হাতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available