ঝিনাইদহ প্রতিনিধি: প্রতিশ্রুতি দেওয়া ৪ দফা দাবি বাস্তবায়ন ও দাবির বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং (ম্যাটস)’র শিক্ষার্থীরা।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় দাপ্তরিক সম্পাদক আবু বকর সিদ্দীক, জেলা শাখার সভাপতি মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক সাগর পাল, মেডিকেল সহকারী রুহুল আমিনসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে ম্যাটস শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি পুরাণে আন্দোলন করে আসছে। গত ২২ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দাবি বাস্তবায়নে ৩ দিনের সময় নিয়ে তা আজও পূরণ করেনি। এছাড়াও আমাদের যুক্তির দাবি নিয়ে কিছু মহল কটূক্তি ও মিথ্যাচার করছে। সংবাদ সম্মেলন থেকে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয় সেই সাথে কটূক্তির প্রতিবাদ জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available