নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, দ্রুত নির্বাচন দিন। মানুষ নির্বাচনের জন্যই এত বছর অপেক্ষা করেছে। নির্বাচিত সরকারই পারে এসকল অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মেট্রোহল মোড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
দিপু ভূঁইয়া বলেন, সিপিডির হিসাব অনুযায়ী খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা সিন্ডিকেটের মাধ্যমে দেশ পরিচালনা করছে। আমি সরকারের কাছে আবেদন করবো এ সিন্ডিকেট যেন ভেঙে দেয়া হয়।
তিনি বলেন, শেখ হাসিনা তার দোসরদের দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে দিয়েছে। আমরা দাবি জানাই তাদের শাস্তির আওতায় আনার জন্য।
তিনি আরো বলেন, আজ পিলখানা হত্যা দিবস। এই হত্যার মাধ্যমে ওরা দেশের মানচিত্র পরিবর্তিত করে দিতে চেয়েছিল। আমরা আশা করবো এ সরকার যেন সেসকল খুনীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available