• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:৪৮:২৪ (25-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:৪৮:২৪ (25-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

২৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩৪:০৯

নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মো.আব্দুল হান্নান। গত  সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।

পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নামাপাড়া এলাকায় পৃথক দিনে দুটি ডাকাতির ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট হতে ২ টি চাপাতি, ২ টি মোবাইল সেট, ২ টি টর্চ লাইট, ১টি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ সেতু সংলগ্ন নামাপাড়া এলাকায় ১টি প্রাইভেটকার সড়কের উপর আড়াআড়িভাবে রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাত দলের ১০/১২ জন সদস্য। পরে ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র ও হকিস্টিক দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে গাড়িতে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ভয়ভীতি দেখিয়ে নগদ ৯৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার নিয়ে লুট করে পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নরসিংদীতে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩
২৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩৪:০৯

হাসান তারেকের সাইকোলজিক্যাল উপন্যাস টক্স-সিক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:৫৮

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দু’জনের মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:২১

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : মির্জা ফখরুল
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩০:২৩

আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য : মির্জা আব্বাস
২৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:০৮