• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:৪৭:২৫ (26-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:৪৭:২৫ (26-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:০৩:৫৪

ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে  গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে মারধর করা হয়। এতে তার মৃত্যু হলে ওই যুবকের মরদেহ বালুর মাঠে ফেলে চলে যায় তারা। পরে খবর পাঠালে রাত এগারোটায় পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৭:২৯