• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:৫০:৩৯ (26-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:৫০:৩৯ (26-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বোতলজাত তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ, গ্রেফতার দুই

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৩৮:৫৪

বোতলজাত তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ, গ্রেফতার দুই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ সয়াবিন তেলের কারখানা গড়ে তুলে করা হচ্ছিল বোতলজাত সয়াবিন তেল। খবর পেয়ে অভিযান চালিয়ে তিন হাজার ১৩২ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে বোদা থানা পুলিশ।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।

এ সময় কারখানার তেল বাজারজাতকরণের কাজে নিয়োজিত দুইটি পিকআপও জব্দ করা হয়। অবৈধভাবে তেল বোতলজাত করার অভিযোগে কারখানার মালিক ইব্রাহিম আজিজ রুবেল (৩৬) ও কর্মচারী রাকিব হাসানকে (২৪) গ্রেফতার করা হয়।

পরে থানা পুলিশ বাদী হয়ে নিরাপদ খাদ্য আইনে একটি মামলা দায়ের করে। আসামীদের আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে ফাইন, টরি এবং ডায়মন্ড নামে বিভিন্ন কোম্পানির নকল লেবেল ব্যবহার করে খোলা ও নিম্ন মানের সয়াবিন তেল ড্রামে করে এনে বোতলে ভরে বাজারজাত করে আসছিলেন বোদা উপজেলার সদর ইউনিয়নের ইব্রাহিম আজিজ রুবেল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বেনামি ওই কারখানাটিতে অভিযান চালায় বোদা থানা পুলিশ। এসময় তিন হাজার ১৩২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৭:২৯