• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫৪:০৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫৪:০৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ছিনতাই ও চাঁদাবাজির চেষ্টা করলে চেম্বার বসে থাকবে না : দিপু ভূঁইয়া

২৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫১:৫৮

ছিনতাই ও চাঁদাবাজির চেষ্টা করলে চেম্বার বসে থাকবে না : দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রমজান মাসে আপনারা দিনের বেলায় লোড আনলোড না করলে ভালো হয়। এ কাজটা রাতে করলে যানজট কিছুটা কমবে। নারায়ণগঞ্জে প্রতিটি মার্কেটে কোনো ছিনতাই ও চাঁদাবাজির চেষ্টা যদি কেউ করে তাহলে চেম্বার বসে থাকবে না। নারায়ণগঞ্জ জেলাকে চাঁদা মুক্ত করে ছাড়বো।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নারায়ণগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

দিপু ভূঁইয়া বলেন, অক্টোবর থেকে জানুয়ারি রমজানে যে জিনিসগুলো প্রয়োজনীয়, ৩৯ শতাংশ দ্রব্যমূল্যের ওপর এক্সেস আমদানি করা হয়েছে। এছাড়াও ট্যাক্স কমিয়ে বা উঠিয়ে দেয়া হয়েছে। আমরা চেম্বার থেকে মনিটরিং সেল গঠন করেছি। এই সেল নিয়ে আমরা বিভিন্ন সংস্থার কাছে যাবো। এছাড়াও আমরা হটলাইন নাম্বার চালু করবো। নির্দিষ্ট দামের বেশি কোন ব্যবসায়ী যদি রাখে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা চেষ্টা করবো ভোক্তা অধিকার ও পুলিশ প্রশাসনকে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, আমরাও বুঝি কিছু সিন্ডিকেটের মাধ্যমে এই দামটা বাড়ানো হয়। এই সিন্ডিকেট যেন নারায়ণগঞ্জে না থাকে সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং এটাকে থামানোর চেষ্টা করবো।

রাত হলে ট্রাক থেকে মাল রেখে দিচ্ছে। ট্রাকসহ ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে চেষ্টা করবো এসকল কাজ যেন না হয়।

যানজট নিরসনে চেম্বার কমিউনিটি পুলিশের মাধ্যমে অতীতে চেষ্টা করেছে। এ বছর আমরা এই কার্যক্রম আরও ব্যাপক ভাবে হাতে নেব। আপনারাও আমাদের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সাহায্য করবেন। যেন নারায়ণগঞ্জ শহরটা যানজটমুক্ত থাকে।

তিনি আরো বলেন, যানজটের কারণে পরিবহন খরচ বেড়ে যায়। এটা কমানো গেলে দ্রব্যমূল্যের দাম কিছুটা হলেও কমবে। নবাব সিরাজোদ্দৌলা রাস্তা কাটা থাকায় ট্রাক যেতে পারছে না। এ সমস্যাটা অতিশীঘ্রই যেন সমাধান করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬