• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ রাত ০৮:১২:৪৪ (26-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ রাত ০৮:১২:৪৪ (26-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়া থেকে ডাকাতি হওয়া ৭৫ ব্যারেল তেল নওগাঁয় উদ্ধার

২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫৪:৪৩

বগুড়া থেকে ডাকাতি হওয়া ৭৫ ব্যারেল তেল নওগাঁয় উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: বগুড়া থেকে ডাকাতি হওয়া ৭৫ ব্যারেল পামওয়েল তেল নওগাঁর সাপাহার হতে উদ্ধার করেছে পুলিশ।

২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাপাহার থ্রী-স্টার ফিলিং স্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউন হতে এ তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।

রাজশাহী জেলার কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব ইন্সপেক্টর আশরাফুল আলম সাপাহার থানা এ এস আই রুবেল হকসহ এ উদ্ধার কাজ পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রংপুর শহরের কামারপাড়ার মৃত. লালমিয়ার ছেলে ব্যবসায়ী হারুন অর রশিদ এর ঢাকা মেট্রো ২৪-৭৬৩৬নং ট্রাকটি চট্টগ্রাম হতে ৭৫ ব্যারেল পামওয়েল তেল নিয়ে রংপুরের উদ্দেশ্য রওয়ানা হয়ে রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা নামক স্থানে পৌঁছলে রাত দেড়টার সময় একদল ডাকাত অন্য একটি ট্রাক দ্বারা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে। তেল ভর্তি ট্রাকের  ড্রাইভার ও হেলপারকে মারপিট করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পাবনার শাহাজাদপুর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি ভোরে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অবস্থিত থ্রী-স্টার ফিলিং স্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউনে আনলোড করে। পরবর্তীতে ডাকাতদল ট্রাকটি গোদাগাড়ীর কাকন হাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ির মালিক ট্রাকে থাকা জিপিএস ট্রাকার এর মাধ্যমে ডাকাতি হওয়া ট্রাকের অবস্থানের সন্ধান পায়। গোদাগাড়ী থানায় বিষয়টি অবগত করলে কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এ উদ্ধারের কাজ শুরু করে।

কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে। ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৫৮


ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭:২৩

সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:৪৬

নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৩৪


কেরানীগঞ্জে পঞ্চায়েত সমিতির অফিসে হামলা-ভাংচুর
২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৩০:৪৪