• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৯:২৯ (26-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৯:২৯ (26-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে দিনদুপুরে স্বর্ণালংকার ও টাকা লুট

২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১০:৪১

কেরানীগঞ্জে দিনদুপুরে স্বর্ণালংকার ও টাকা লুট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে বসতবাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আট ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লক্ষ বারো হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী।

২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের জাজিরা পাড়ার ঋষিপাড়া এলাকায় পিকলু দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

পিকলু দাসের চাচাতো ভাই মন্টি দাস জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শিবরাত্রি অনুষ্ঠান থাকায় আজ ভোরবেলা থেকে পিকলু দাস তার স্ত্রী ও ছোট গোপালসহ বাড়ির সকল সদস্য পাগলা শিব মন্দিরে ছিল। এ সময় শুধু মাত্র তার ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়া দাস বাড়িতে ছিল। সকাল ১১টার দিকে মুখে মাস্ক পরিহিত ৫-৬ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে প্রিয়া দাসের হাত-পা বেঁধে ফেলে। এরপর বাড়িতে থাকা আলমারির ড্রয়ার ভেঙ্গে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে চিৎকার শুনে আশেপাশের লোকজন বাড়িতে ঢুকে প্রিয়া দাসকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে শুনেছি ভিন্ন কথা, পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের স্ত্রী প্রিয়াকে সন্দেহ করছে। তার সাথে অন্য কারো পরকীয়ার সম্পর্ক আছে। টাকা-পয়সা স্বর্ণালংকার লুকিয়ে রেখে ডাকাতির নাটক সাজানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি, তদন্ত শেষে ঘটনার আসল রহস্য জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাকিমপুর থানা আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:২০:২৬



কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান
২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪২:৫৩